ঠাকুরগাঁও শহরের শান্তিনগর মহল্লায় ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। বাবাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ঘাতক ছেলে।
গতকাল রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত ফজলে হক ৪ ছেলে ও ২ মেয়ের বাবা। ঘাতক গোলাম আজম তার দ্বিতীয় ছেলে। সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা।
গোলাম আজম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শিক্ষা শেষে দিনাজপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। তার স্ত্রী এবং এক সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন গোলাম আজম তার বাবাকে শয়নকক্ষে শাসরুদ্ধ করে হত্যা করে পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে ছুরিকাঘাত করে।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাম আজম তার বাবাকে হত্যা পর থানায় এসে আত্মসমর্পণ করে। সে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
নিহত ফজলে হকের মরদেহ ময়নাতন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।