পশ্চিমবঙ্গে টিম সুড়ঙ্গ, কতো হলে মুক্তি?
শুক্রবার (২১ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘সুড়ঙ্গ’

বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘সুড়ঙ্গ’। আফরান নিশো-তমা মির্জা অভিনীত সিনেমাটি সেখানে মুক্তি পাবে আগামী ২১ জুলাই।
‘সুড়ঙ্গ’র মুক্তি উপলক্ষে পরিচালক রায়হান রাফী ও নিশো-তমারা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। এরইমধ্যে জানা গেছে, কলকাতার গুরুত্বপূর্ণ সিনেমা হলগুলোতে দর্শক ‘সুড়ঙ্গ’ দেখতে পারবেন। কলকাতার রাস্তায় রাস্তায় সুড়ঙ্গর পোস্টারও দৃশ্যমান!
ঈদুল আজহায় দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। দুই সপ্তাহ পার হওয়ার পরেও কোনো হলসংখ্যা বাড়েনি। এবার পশ্চিমবঙ্গের দর্শক সিনেমাটি ২৯টি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে, তার একটি তালিকা মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফী।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনামার পরিবেশকের দায়িত্ব নিয়েছে ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস (এসভিএফ)।
দেশে মুক্তির আগে ‘সুড়ঙ্গ’র ট্রেলার প্রকাশ না করলেও পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে রবিবার (১৬ জুলাই) এই সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। যা বাড়তি আগ্রহ তৈরী করেছে পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে!
‘সুড়ঙ্গ’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার সিনেমায় পা রাখলেন আফরান নিশো। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তমা মির্জা। আলফা আই ও চরকি প্রযোজিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।
বিজ্ঞাপন