চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আয় তো দূর, নির্মাণ খরচও তুলতে ব্যর্থ ‘শমশেরা’!

‘সঞ্জু’ মুক্তির চার বছর পর ‘শমশেরা’ দিয়ে পর্দায় ফিরেছেন বলিউড তারকা রণবীর কাপুর। ছবিটি নিয়ে রণবীর কাপুরের ভক্তদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও হতাশ করলো বক্স অফিস রিপোর্ট!

এমনকি হলে দর্শক না থাকায় কোথাও কোথাও বাতিলও করতে হয়েছে সিনেমার শো। সাম্প্রতিক এমন ঘটনা আর ঘটেনি!

Bkash July

গেল শুক্রবার মুক্তির শুরুর দিনে ছবিটির বক্স অফিস আয় মোটামুটি ভাবে সন্তোষজনক থাকলেও সোমবার পর্যন্ত সেই আয় কমে ৭০ শতাংশে নেমে গেছে বলে জানা গেছে। ফলে ছবিটিকে এখন সম্পূর্ণ ভাবে ব্যর্থ বলে দাবি করছে বাণিজ্য বিশ্লেষকরা।

এদিকে মুক্তির চার দিনে ভারতে ‘শমশেরা’র আয় দাঁড়িয়েছে মাত্র ৪৫ কোটি রুপি। যেখানে কিনা ছবিটির নির্মাণেই খরচ হয়েছে ১৫০ কোটি রুপি। সুতরাং, আয়ের দিক থেকে লাভ তো দূরে থাক, নির্মাণ খরচের অংশও তুলে আনতে পারবে কিনা, সেই আশঙ্কা দেখা দিয়েছে!

Reneta June

এদিকে ‘শমশেরা’ ছবিটির রিভিউ দিয়ে চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ লিখেছেন, ছবিটি ‘অসহ্য’। রণবীরের মতো তারকাও ছবিটিকে ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে পারলো না। এছাড়াও ছবিটির রেটিং .৫ দিয়ে তিনি বলেছেন, ছবিটি ‌‘থাগস অব হিন্দুস্থান’র কথা মনে করিয়ে দিয়েছে।

বিশ্বব্যাপী ৫ হাজার ৫৫০ প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘শমশেরা’ ছবিটি ১৮০০ সালের পটভূমিতে ডাকাতদের গল্প নিয়ে তৈরি হয়েছে। ছবিতে রণবীরের বিদ্রোহী মিশন যাত্রায় বাণী কাপুর একজন সহযাত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও ছবিটিতে খল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করছেন পরিচালক করণ মালহোত্রা এবং প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মস।

ISCREEN
BSH
Bellow Post-Green View