সবশেষ ২০০৬-২০০৭ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছিল এসি মিলান। সেবার অবশ্য ফাইনালও খেলেছিল ইতালিয়ান জায়ান্ট দলটি। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে জিতেছিল শিরোপাও। এরপর কেটে যায় প্রায় ১৬ বছর। আবারও সেমিতে খেলার স্বপ্ন দেখেছে এসি মিলান। ঘরের মাঠে নাপোলিকে হারিয়ে স্বপ্নের পথে এগিয়ে গেছে সিরি-আ’র ক্লাবটি।
সান সিরোতে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। ঘরের মাঠে মিলানের একমাত্র গোলটি করেছেন ইসমায়েল বেননাসের। ১৯ এপ্রিল ফিরতি লেগে নাপোলির ঘরের মাঠে অন্তত ড্র করতে পারলেই সেমি নিশ্চিত এসি মিলানের।
ঘরের মাঠে বল দখলে নাপোলি থেকে পিছিয়ে ছিল মিলান। বেশ কয়েকবার আক্রমণে যায় নাপোলি। প্রত্যেকবারই হয় ব্যর্থ। মিলানও খেলেছে নির্ভয়ে। আক্রমণ-প্রতি আক্রমণে দুদল ছিল সমানে সমান। দুবার নাপোলির জোরাল শট হাত দিয়ে ক্রসবারের ওপরে ঠেলে মিলানকে বাঁচান গোলরক্ষক মাইক মেইগনান।
সুযোগ নষ্ট হওয়ার পরপরই ৪০ মিনিটে গোলের দেখা পায় মিলান। প্রতি আক্রমণে বল নিয়ে নাপোলির গোল মুখে ছুটে যান ব্রাহিম ডিয়াজ। ডি-বক্সে বল দেন বেননাসেরকে। তার জোরাল শট গোলরক্ষকের পায়ে লেগে জড়ায় জালে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিমোন কেয়ার জোরাল হেড ক্রসবারে লাগায় গোলবঞ্চিত হয় মিলান। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে জমজমাট হয়ে ওঠে লড়াই। গোল শোধের চেষ্টায় মরিয়া হয় নাপোলি। কিন্তু তার আগেই ১০ জনের দলে পরিণত হয়। পরপর দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার আন্দ্রে ফ্রাঙ্ক আনগিসাকে। শেষঅবধি খেলা হয় ১-০ ব্যবধানেই।







