আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) প্রবেশ করে নতুন ইতিহাস গড়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয় যিনি কক্ষপথের এই গবেষণাগারে পা রেখেছেন।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিয়ম স্পেসের পরিচালিত ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ জুন) স্থানীয় সময় ভোরে ৪ সদস্যের একটি দল আইএসএসে পৌঁছে যায়।
মিশনটি নেতৃত্ব দিয়েছেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটসন। পাইলট হিসেবে ছিলেন শুভাংশু শুক্লা। দলের বাকি দুই সদস্য হলেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনেভস্কি ও হাঙ্গেরির তিবোর কাপু। তারা দুই সপ্তাহ আইএসএসে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন।
ভারতীয় বিমানবাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা শুভাংশু শুক্লার এই মিশনকে ঐতিহাসিক বলছে ভারত। ১৯৮৪ সালে রাকেশ শর্মা সোভিয়েত মহাকাশযানে মহাকাশে গিয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছিলেন। তার ৪১ বছর পর আবার এক ভারতীয় কক্ষপথে পা রাখলেন।







