চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

KSRM

দিনাজপুরের পার্বতীপুরে মাদরাসার তিন তলা ভবন থেকে পড়ে মো. শাওন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৩ মে রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

শাওন চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের শাসালপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে। শাওন মোস্তফাপুর ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের এই কওমি মাদরাসায় নাজেরা বিভাগে ছাত্র।

Bkash July

মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পড়াশোনা শেষ করে রাত সাড়ে ১০টার দিকে তিন তলায় খাবারের রুমে যাওয়ার আগে হাত ধোয়ার জন্য যান শাওন। যাওয়ার সময় পা পিছলে তিন তলা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি আলোচনা করে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Reneta June

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি জেনেছি, কারো কোন অভিযোগ না থাকায় আইনগত কোন পদক্ষেপ নেয়া হয়নি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View