চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আইস্ক্রিনে দেখা যাচ্ছে রাজ-তিশার ‘রক্তজবা’

‘কাঠবিড়ালী’ খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হালের ক্রেজ শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা

KSRM

দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে শুরু হয়েছে ঈদ অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় দর্শক সোমবার (২৬ জুন) থেকে দেখতে পারছেন দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন সুন্দরবন’। আর মঙ্গলবার থেকে দর্শক দেখতে পারছেন একেবারে নতুন ছবি ‘রক্তজবা’

‘কাঠবিড়ালী’ খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হালের ক্রেজ শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা।

Bkash July

আইস্ক্রিনের পুরনো গ্রাহকরাতো বটেই, নতুন গ্রাহকরা মাত্র ২৫ টাকায় সাবস্ক্রিপশন ফি দিয়ে ‘রক্তজবা’ সহ প্লাটফর্মটির সব প্রিমিয়াম কন্টেন্ট ১ মাস ধরে দেখতে পারবেন।

একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য।

Reneta June

নিয়ামুল মুক্তা ‘রক্তজবা’য় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।

‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণে বরকত হোসেন পলাশ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View