প্রবীণ নিবাসে ঠাঁই পাওয়া বাবা-মায়েদের গল্প

প্রবীণ মা কিংবা বাবাকে বিভিন্ন জায়গায় ফেলে যাওয়ার কথা অনেক সময় শোনা যায়। পরিসংখ্যানে দেখা গেছে, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের দু’শ’টির বেশি ঘটনা ঘটেছে। এমন অবস্থায় কেউ স্বেচ্ছায় আবার কেউ নিরুপায় হয়ে ঠাঁই নেন প্রবীণ নিবাসে। প্রবীণরা যাতে স্বস্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন সেজন্য সরকারি নীতিসহায়তার আহ্বান জানিয়েছেন প্রবীণ নিবাসের উদ্যোক্তারা।
বিজ্ঞাপন