এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বগুড়ার শেরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় পাচারকারী মো. আবুল বাসার রুবেল এবং মো. আল আমিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ আমুইন গ্রামের সোনালিয়া পুকুরপাড় এলাকায় একটি মটর ঘরের মেঝের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তির দৈর্ঘ্য ৫৭ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি, বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহম্মেদ জানান, আসামিরা উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে মূর্তিটি লুকিয়ে রেখেছিল। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।







