সাউথ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে ২০২৫ সালের আইপিএলে দায়িত্ব পালন করবেন না। তবে দেশের টি-টুয়েন্টি লিগ এসএ-২০তে সানরাইজার্স ইস্টার্ন কেপের দায়িত্ব চালিয়ে যাবেন।
স্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অনেক ধন্যবাদ আইপিএলে আমার বোলিং কোচের সময়ের জন্য। ২০২৫ সালের আইপিএলে ফিরছি না।’
‘যাইহোক, সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে এসএ-২০ টি-টুয়েন্টিতে চালিয়ে যাবো। দুইবারের চ্যাম্পিয়ন এসএ-২০, টানা তিনবার করার চেষ্টা করি।’
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে স্টেইন নিয়োগ পেয়েছিলেন ২০২১ সালে। আর স্টেইনের অধীনে ইস্টার্ন কেপ ২০২৩ সালের পর ২০২৪ সালেও শিরোপা জিতেছিল।







