চোটে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। পাঞ্জাব কিংসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে ম্যাচে মাঠে নামতে পারেননি ৩৪ বর্ষী তারকা। দলে ঢুকেছেন শ্রীলঙ্কার ডানহাতি পেসার দুশমন্ত চামিরা।
কলকাতা সবশেষ ম্যাচ খেলেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ওই ম্যাচে খেলার সময় আঙুল কেটে যায় রেকর্ড দামে বিক্রি হওয়া স্টার্কের। টসের সময় কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ার তার বাদ পড়ার কথা নিশ্চিত করেছেন।
দীর্ঘ আট বছরের বিরতির পর এ মৌসুমে আবার আইপিএল খেলছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার। সবশেষ ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছিলেন। ওই মৌসুমে ৬.৭৬ ইকোনোমিতে ২০ উইকেট নিয়েছিলেন।
তবে কলকাতার অধিনায়ক আয়ার বাঁহাতি পেসার কতদিনের জন্য বাদ পড়েছেন সেটা নিশ্চিত করেননি। স্টার্কের জায়গা নেয়া চামিরা এ মৌসুমে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন। এর আগে ২০২২ মৌসুমে শ্রীলঙ্কান পেসার আরসিবিতে খেলেছিলেন।








