চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু এই নির্বাচনকে ঘিরে। আগামী দিনে কে হবেন বিশ্ব নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের প্রধান? দ্বিতীয়বারের মতো রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শাসনামল পাবে আমেরিকানরা নাকি জাতিকে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উপহার দেবে ডেমোক্র্যাটিক পার্টি? জানতে অপেক্ষায় আছেন সবাই। তবে হলিউড তারকাদের কে কমলার পক্ষে আর কে ট্রাম্পের পক্ষে কাজ করেছেন তা নিয়েও চলছে নানান আলোচনা।
বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পাশে পেয়েছেন পপ সুপারস্টার বিয়ন্সে, টেইলর সুইফট ও হিপ-হিপ হেভিওয়েট কার্ডি বি’র মতো তারকাদের। আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন জেসন অ্যাল্ডিয়ান, অলিম্পিক স্বর্ণপদকজয়ী ক্যাটলিন জেনার, টিভি তারকা সাভানা ক্রিসলি এবং বিলি রে সাইরাসের মতো সেলেব্রিটিরা।
কমলা হ্যারিসকে সমর্থনকারী তারকারা
টেইলর সুইফট
সুপারস্টার টেইলর সুইফট সেপ্টেম্বরেই ঘোষণা দিয়েছিলেন, তিনি এবারের নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন দিচ্ছেন। গত ১১ সেপ্টেম্বর ২৮ কোটি ৩০ লাখ অনুসারী থাকা নিজের ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। ওই পোস্টে টেইলর সুইফট বলেন, ‘আমি ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’ টেইলর সুইফট আরও বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি, তাদের (মার্কিনিদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধা প্রয়োজন। আমি মনে করি, তিনি অবিচল ও প্রতিভাধর নেতা। আমি বিশ্বাস করি, আমরা এই দেশের জন্য আরও অনেক কিছু অর্জন করতে পারব, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্তভাবে পরিচালিত হই।’
বিয়ন্সে
বিয়ন্সে গত ১৫ অক্টোবর এক সমাবেশে জনতার উদ্দেশে বলেছেন, ‘আমি এখানে একজন সেলেব্রিটি হিসেবে আসিনি। আমি এখানে একজন মা হিসেবে এসেছি।’ মার্কিন এই সংগীতশিল্পী আরও বলেন, ‘আপনার স্বাধীনতা আপনার ঈশ্বর প্রদত্ত অধিকার, আপনার মানবাধিকার।’ হিউস্টনের এ সমাবেশে বিয়ন্সে কমলাকে সমর্থন এবং তাকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় বিয়ন্সের মা টিনা নোলস ও তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু কেলি রোল্যান্ড উপস্থিত ছিলেন।
এমিনেম
হিপ-হপ সুপারস্টার এমিনেম গত ২২ অক্টোবর ডেট্রয়েটে কমলা হ্যারিসের নির্বাচনি সমাবেশে যোগ দেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মঞ্চে আসেন তিনি। সমাবেশে আগতদের তিনি কমলা হ্যারিসকে ভোট দিতে উৎসাহিত করেন এবং হ্যারিসের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন।
কমলার সমর্থনে অন্যান্য হলিউড সেলিব্রেটিরা
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কমলা হ্যারিস তার ‘যখন আমরা ভোট দেব, আমরা জিতব’শীর্ষক প্রচারাভিযানের সমাবেশগুলোতে নিজের পক্ষে সমর্থন জোগাতে তারকাদের সম্পৃক্ত করেন। বিশেষ করে নর্থ ক্যারোলাইনা, নেভাডা, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান ও উইসকনসিনসহ গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর সমাবেশে। জেনিফার লোপেজ, বন জোভি, খালিদ, ম্যাগি রজার্স ও গ্রেসি আব্রামসের মতো সেলেব্রিটিরা কমলা হ্যারিস এবং তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে প্রকাশ্যে সমর্থনের জন্য ডাকা হয়। জুলিয়া রবার্টস কমলা হ্যারিসের সমর্থনে সাম্প্রতিক একটি বিজ্ঞাপনেও অংশ নেন। এ ছাড়া লেব্রন জেমস এই হ্যালোইনে কমলা হ্যারিসকে সমর্থন জানান।
ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী তারকারা
জেসন অ্যাল্ডিয়ান
সংগীতশিল্পী জেসন অ্যাল্ডিয়ান গত মাসে ডুলুথে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশে মঞ্চে উপস্থিত হন। এ ছাড়া জুলাইয়ে মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের পাশে জর্জিয়ার এই বাসিন্দাকে দেখা গেছে। পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের ওপর গুলিবর্ষণ করে হত্যাচেষ্টার প্রসঙ্গ টেনে অ্যাল্ডিয়ান বলেন, ‘তিনি (ট্রাম্প) এমন একজন প্রেসিডেন্ট, যখন তিনি ছিটকে পড়েন, এরপর ফিরে আসেন এবং তার মুঠি ওপরে তুলে বলেন, লড়াই, লড়াই লড়াই।
অ্যাম্বার রোজ
অ্যাল্ডিয়ানের মতো সাবেক টিভি তারকা অ্যাম্বার রোজও মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি সম্মেলনের মঞ্চে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে বক্তব্য দেন। অ্যাম্বার রোজ গত মে মাসে ইনস্টাগ্রামে ‘ট্রাম্প ২০২৪’ শিরোনামে একটি পোস্টে লেখেন, যাতে ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে তোলা তার একটি ছবি যুক্ত করেন।
সাভানা ক্রিসলি
সাবেক টিভি ব্যক্তিত্ব সাভানা ক্রিসলি জুলাইয়ে মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে মঞ্চ ট্রাম্পের সমর্থনে বক্তব্য দেন। ওই সম্মেলনে ক্রিসলি বলেন, ‘আমাদের বিচারব্যবস্থা দ্বিমুখী। দেখুন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কী করছে। অথচ, হান্টার বাইডেন মুক্ত ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন।’








