বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি পাঁচ মাসেরও বেশি। পর্যাপ্ত সময় থাকলেও তাড়াহুড়া ফুটবলপ্রেমীদের। নিজ দেশ, পছন্দের দল বা তারকাকে সমর্থন জানাতে টিকিট পেতে মরিয়া তারা। কাতার বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসের আল খাতের জানালেন, টিকিটের চাহিদা এখন আকাশচুম্বী।
আসরের ৩২ দল নিশ্চিত হওয়ার পরপরই সুখবরটি দিয়েছেন খাতের। প্রথম ধাপে যারা টিকিট পাননি, দ্বিতীয় ধাপে টিকিটের জন্য আগাম শুভ কামনা জানিয়েছেন তাদের। নির্দিষ্ট সব স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন বিশ্বকাপের সিইও।
‘বিশ্বকাপ উত্তেজনার পারদ চড়ছে। শুধু কাতারেই নয়, পুরো বিশ্বজুড়ে, বিশেষ করে কোয়ালিফাই করা ৩২ দেশের মাঝে। টিকিটের চাহিদা সত্যিকার অর্থে আকাশচুম্বী।’
দ্বিতীয় পর্যায়ে ২০ মিলিয়নের বেশি টিকিট প্রত্যাশীর আবেদন আসার পর ফিফা পর্যায়ক্রমে টিকিট বরাদ্দ করেছে। আসছে মাসগুলোতে আরও টিকিটের ব্যবস্থা করা হবে, জানিয়েছেন খাতের।
‘যারা টিকিট পাননি তারা অখুশি হয়েছেন জানি। আমরা দেখেছি, যারা টিকিট পেয়েছেন তারা খুব উত্তেজিত। আমরা সমর্থকদের বলতে চাই ‘ছেড়ে দিয়েন না’। আসছে মাসগুলোতে আরও টিকিটের ব্যবস্থা করা হবে। চোখ রাখুন, আবার বিক্রি শুরু হলে নিজের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করুন।’
আসছে আসরের অন্যতম আকর্ষণীয় ভেন্যু লুসাইল স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে, জানিয়েছেন খাতের। সবশেষ স্টেডিয়ামটি প্রস্তুত হওয়ায় এখন আটটি ভেন্যুই বিশ্বকাপ আয়োজনে সেজেছে।
আগামী ২১ নভেম্বর কাতার ও ইকুয়েডর ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ১৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের।







