চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চিকিৎসায় ২ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে লঙ্কান ক্রিকেট

চরম অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। ভয়াবহ অবস্থা দেশটির স্বাস্থ্য খাতে। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। হাসপাতালগুলোতে ২ মিলিয়ন ইউএস ডলার অনুদান দিয়েছে বোর্ডটি।

বিশাল এই আর্থিক অনুদান দুই ভাগে দুটি ভিন্ন হাসপাতালে দেয়া হবে, বিবৃতিতে জানিয়েছেন লঙ্কান ক্রিকেটের কর্তারা।

‘শিশুদের যত্নে প্রয়োজনীয় ওষুধ কিনতে, লেডি রিজওয়ে হাসপাতালে ১ মিলিয়ন মার্কিন ডলার দান করা হবে। জাতীয় ক্যান্সার হাসপাতাল দেয়া হবে বাকি ১ মিলিয়ন। সে অর্থে ক্যান্সার রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ কেনা হবে।’

রাজস্ব বাড়াতে ব্যর্থ হওয়ায় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার ঘাটতিতে একইসাথে ঋণখেলাপি হয়েছে দেশটি। আকাশচুম্বী দাম মৌলিক চাহিদার জিনিসপত্রের। হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে। এমন সময় দেশটির ক্রিকেট বোর্ড অনুদান দিতে পেরে আনন্দিত, বলেছেন বোর্ড সভাপতি শাম্মি সিলভা।

‘দেশের প্রয়োজন মুহূর্তে দান করতে পেরে অত্যন্ত আনন্দিত শ্রীলঙ্কা ক্রিকেট। এই চ্যালেঞ্জিং সময়গুলো কাটিয়ে উঠতে আমাদের জাতিকে পূর্ণ সমর্থন দেবো আমরা।’