শেষ পর্যন্ত বাস্তবে রূপ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’–এর ইংলিশ স্পিন-অফ ‘স্কুইড গেম: আমেরিকা’। আগে গুঞ্জন শোনা গেলেও, নতুন রিপোর্টে নিশ্চিত হয়েছে সিরিজটি আগামী বছরই শুটিং শুরু করবে, তাও আবার মূল সিরিজের স্রষ্টা হোয়াং দং-হিউক এবং খ্যাতিমান হলিউড নির্মাতা ডেভিড ফিঞ্চার–কে সঙ্গে নিয়ে।
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স (এফটিআইএ)–এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি ‘স্কুইড গেম: আমেরিকা’র শুটিং শুরু হবে। সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়া চূড়ান্ত করা হয়েছে।
সিরিজে ডেভিড ফিঞ্চার থাকছেন প্রধান পরিচালক এবং প্রযোজক হিসেবে থাকছেন হোয়াং দং-হিউক ও কিম জি-ইয়ন (সিইও, পার্টসম্যান স্টুডিও)।
সূত্র বলছে, এটি মূল সিরিজের গল্প রিমেক করবে না; বরং একই ইউনিভার্সে সমান্তরাল এক আমেরিকান সংস্করণ তুলে ধরবে। এতে থাকবে সাংস্কৃতিক ভিন্নতা এবং আমেরিকান ঢংয়ে সাজানো গেমস।
মূল ‘স্কুইড গেম’ সিজন ৩–এ কেট ব্ল্যানচেটের একটি ক্যামিও দেখা যায়, যা গং ইউ অভিনীত সেলসম্যান চরিত্রের দায়িত্ব নেওয়ার ইঙ্গিত দেয়। রিপোর্ট অনুযায়ী, তিনি এই পশ্চিমা সংস্করণেও যুক্ত হবেন।
নির্মাতা বা পরিচালকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এফটিআইএ–এর তথ্যগুলোকে বেশ নির্ভরযোগ্য বলেই মনে করা হচ্ছে। শুটিং শিডিউল অনুযায়ী ২০২৮ সালের বড়দিনের সময় সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনাই প্রবল, যেমন আগের দুই মৌসুমে দেখা গেছে।
এদিকে, মূল কোরিয়ান সিরিজের আর কোনো নতুন সিজন পরিকল্পনায় নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পিঙ্কভিলা








