চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আসছে পুনর্জন্ম’র স্পিন অফ সিরিজ ‘রাফসান হক’: ভিকি

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ এবং স্পিন অফ সিরিজ ‘রাফসান হক’ নিয়ে সময়ের জনপ্রিয় এবং মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে

KSRM

দর্শকদের কাছে ‘পুনর্জন্ম’ নামটাই ব্র্যান্ড! বিগত দুই বছর দেখা গেছে, ‘পুনর্জন্ম’র নতুন পর্বের জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শক! এর প্রতিটি পর্বই দর্শক লুফে নিয়েছেন। সর্বশেষ গেল শুক্রবার ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব প্রচারিত হয়েছে। যথারীতি আগের পর্বগুলোর মতোই নিশো-মেহজাবীন অভিনীত ‘অন্তিম পর্ব’র ব্যাপক সাড়া ফেলেছে। সেই সাফল্যে এই ফ্র্যাঞ্চাইজ চরিত্র ‘রাফসান হক’ আগামীতে স্পিন অব সিরিজ হয়ে আসবে বিনোদনের স্মার্ট দুনিয়ার ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এ।

ইউটিউব ট্রেন্ডিং দ্বিতীয় অবস্থানে থাকা ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ এবং স্পিন অফ সিরিজ ‘রাফসান হক’ নিয়ে সময়ের জনপ্রিয় এবং মিস্টার টুইস্ট খ্যাত নির্মাতা ভিকি জাহেদ কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে…

কমেডি বা ট্রেন্ডির বাইরে ভয়ংকর থ্রিলার গল্পের কনটেন্ট ‘পুনর্জন্ম’। প্রকাশের পর অল্প সময়ে এত ভিউস, এত সাড়া! কেমন লাগছে?
আগে থেকে মাথায় ছিল এই কাজটি দেখার জন্য আলাদা ফ্যানবেইজ আছে। ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ে একসঙ্গে দেড় লক্ষাধিক মানুষ দেখবেন আমরা কেউই ভাবিনি। কারণ বাংলাদেশে খেলাও এতো মানুষ একসঙ্গে দেখে না! অনেকেই বলছেন, ‘কোথাও কেউ নেই’ নাটক টিভিতে প্রচারের সময় এভাবে দর্শক অপেক্ষায় থাকতেন। এখন ‘পুনর্জন্ম’র জন্য অপেক্ষা করেছেন। হুমায়ূন স্যারের ফ্যান হিসেবে এটাও আমার জন্য খুবই স্পেশাল অনুভূতি। ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ৪৮ ঘণ্টায় ৫০ লাখ ভিউ হয়ে যাওয়াও একটা রেকর্ড! সেইসঙ্গে মানুষের এতো সাধুবাদে অবাক হচ্ছি, খুব ভালো লাগছে।

Bkash July

২০২১ সাল থেকে ২০২৩ অর্ধেক চলে গেল। এমন ধাঁচের গল্প ও চরিত্রগুলো দীর্ঘদিন নিশ্চয়ই নিজের মধ্যে খুব যত্নে লালন করেছেন। সেই ভাবনা চিন্তার দিনগুলো কেমন ছিল?
‘পুনর্জন্ম’র প্রতিটি চরিত্রই আমার কাছে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে। এই কাজটি এতোই জনপ্রিয় যে যাই করি কোনো না কোনোভাবে ‘পুনর্জন্ম’র রেফারেন্স দেন দর্শক। তাই এই ফ্র্যাঞ্চাইজ এখন পার্ট অব মাই লাইফ! এর জন্য মানুষ একবছরও অপেক্ষা করেছে। চরিত্র, ডিজাইন এবং মোটিভ সবসময় মাথায় ছিল। রাফসান হক (আফরান নিশো) চরিত্রটি এখন দর্শকদের কাছে আইকনিক! তার রান্না কখনও খারাপ হতে পারে না এটা সবাই জানে। আমি ফিল করি বহু বছর পরেও রাফসান হককে দর্শক মনে রাখবে। তাই সবকিছু মিলিয়ে আমার ভাবনাগুলো অনেক সুখকর।

‘পুনর্জন্ম’র প্রথম এপিসোড নির্মাণের আগে ভেবেছিলেন এটি এতো জনপ্রিয় হবে, রূপ নিবে ফ্র্যাঞ্চাইজে?
একদমই না। ভাবিনি এতোদূর আসবে। প্রথমে গল্পটা আমার অনেক ভালো লাগার ছিল, কিন্তু এত শক্তিশালীভাবে এতো দূর আসবে আশাই ছিল না। এখন ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আশপাশের যেগুলো আছে সেগুলো সবই কমেডি কিংবা সমসাময়িক গল্প। তাদের পাশে ‘পুনর্জন্ম’র মতো গল্প বেমানান! হা হা হা…! এই কাজটির দর্শক কলকাতাতেও আছে। প্রতিটি পর্বের জন্য তারা অপেক্ষায় থাকে। অনেক অনেক টেক্সট কমেন্টস পাই।

Reneta June

আড়াই বছর ধরে চলা ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজে আর্টিস্টদের কস্টিউম, লুক সেট থেকে খুঁটিনাটি অনেককিছু যত্নে রাখতে হয়েছিল? অন্তিম পর্বে নিশো-মেহজাবীন কেমন ছিলেন?
এটা আসলে লম্বা কন্টিনিটি! যে যেই পোশাক পরেছেন প্রত্যেকে সেগুলো যত্নে রেখেছিলেন। প্রত্যেক শিল্পী এই কাজটি এতো ভালোবাসেন যে তারা নিবেদিত প্রাণ ছিলেন। সবাই খুবই ব্যস্ত, এরমধ্যেও ‘পুনর্জন্ম’র নাম শুনলে সবাই একটু বেশী মেইনটেইন করেন। শেষ একটা দৃশ্যের শুটিং করেছি ৮-১০ ঘণ্টা ধরে। নিশো ভাই মেহজাবীন আপু এই দৃশ্যের জন্য অনেকবার রিহার্সেল করেছেন। আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ।

‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ দেখে দর্শক বলছেন কিছু রহস্য রয়ে গেছে, এই রহস্যের জট কি খুলবে?
সামনে স্পিন অফ সিরিজ হবে। নাম ‘রাফসান হক’, আসবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। ‘রাফসান হক’ নামে নতুন কোনো গল্প হবে নাকি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন গল্প শুরু হবে, সেটা একটু রহস্য থাকুক। সময় হলে সবাই জানতে পারবেন।

আফরান নিশোকে শেফ বানিয়ে রান্না করাচ্ছেন। ব্যক্তিগত জীবনে আপনার রান্না বান্নার অভিজ্ঞতা আছে?
মজার অভিজ্ঞতা শেয়ার করি। আমি আসলে রান্নাবান্না অনেক পছন্দ করি। বাইরের বিভিন্ন রেসিপি দেখি, রিসার্চ করি কিন্তু রান্নার সময় পাই না। সেই জায়গা থেকে মনে হয়েছিল একজন শেফের গল্পে কাজ করবো। ‘পুনর্জন্ম’র প্রথম পর্বের আইডিয়া এসেছে আমার রান্নার প্রতি ভালোবাসা থেকে।

টিভি ও ইউটিউবে আফরান নিশোর ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ এবং সিনেমা হলে ‘সুড়ঙ্গ’ দুটো একসঙ্গে চলছে। কেউ কেউ বলছেন এটা সাংঘার্ষিক!
আমার কাছে একদম তা মনে হয় না। দুই মাধ্যমে দুইটা আলাদা কনটেন্ট। যতদূর শুনেছি সুড়ঙ্গ থেকে ভালো রেসপন্স আসছে, পুনর্জন্মও মানুষ উপভোগ করছেন। এটা আসলে নিশো ভাইয়ের ম্যাজিক, উনি দুই মাধ্যমেই ভালো করছেন।

‘পুনর্জন্ম’র মতো ভিন্ন স্বাদ এনে দেয়া কনটেন্ট চ্যানেল আই পৃষ্ঠপোষকতা করছে। বিশেষ কিছু বলার আছে?
প্রথম গল্প ভাবার পর মনে হয়ছিল এই ভয়ংকর ধরনের গল্পে কেউ লগ্নী করবে কিনা! কিন্তু চ্যানেল আই এগিয়ে এসেছে। পরে যতগুলো পার্ট করেছি সবগুলো চ্যানেল আই পূর্ণ সহযোগীতা করেছে। আগামীতে চ্যানেল আইয়ের পৃষ্ঠপোষকতায় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে ‘রাফসান হক’ স্পিন অব সিরিজ আসবে। চ্যানেল আই সবসময় সুস্থ পরিছন্ন সংস্কৃতি বিকাশে পৃষ্ঠপোষকতা করে থাকে, এজন্য সবসময় আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View