টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে দেশ-বিদেশের লাখো মুসল্লির উদ্দেশে কুরআন-হাদিসের আলোকে বয়ান চলছে।
আজ ১৫ফেব্রুয়ারি শনিবার ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার এই পর্ব।
শুক্রবার রাতে বরকতময় শবে বরাত পেয়ে রাতভর ইবাদত বন্দেগীতে পার করেছেন মুসল্লিরা। ফজরের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম।
আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। আজ আসরের পর ইজতেমা মাঠে যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হবে।
তৃতীয় পর্বের ইজতেমায় শুক্রবার রাতে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমায় এপর্যন্ত তিনজন মুুসল্লি মারা গেছেন।








