এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে ড্র করে হোঁচট খেয়েছিল স্পেন। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ জনের দলে পরিণত হয়েও বড় জয় আদায় করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। কঠিন পরিস্থিতিতে জিততে পেরে গর্বিত কোচ।
সুইজারল্যান্ডের জেনেভায় রোববার রাতে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে স্পেন। এতে নেশনস লিগের নতুন আসরে প্রথম জয়ের দেখা পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই স্পেনকে এগিয়ে দেন জোসেলু। লামিন ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। এরপর ফ্যাবিয়ান রুইজ দ্বিতীয় গোল করলে লালা কার্ড দেখে ডিফেন্ডার রবিন লে নরম্যান্ড মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় স্পেন। প্রতিপক্ষের স্ট্রাইকারকে থামাতে গিয়ে ফাউল করেন তিনি।
৪১ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন জেকি আমদউনি। এই গোলের পর ১০ জনের স্পেনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে সুইসদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরী হলেও উল্টো দুই গোল আদায় করে নেয় ফুয়েন্তের দল। পরের গোল দুটি করেন রুইজ ও ফেররান তরেস।
১০ জনের দল নিয়ে সুইজারল্যান্ডকে উড়িয়ে ৬৩ বর্ষী কোচ বলেছেন, ‘যদি আমাকে কোনো কিছু নিয়ে গর্ব করতে বলা হয় তবে এই দলটি নিয়ে আমি গর্ব করতে পছন্দ করি। এই দলের জন্য সবসময় আমার অনুভূতিটা এমনই। এমন পরিস্থিতিতে দলটি সবকিছু সামলে নেয়ার জন্য আরও একবার গর্বিত বোধ করছি। প্রতিদিনই এই দলটি ক্রমাগত উন্নতি করে যাচ্ছে।’
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে স্পেন। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়া ডেনমার্ক ৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।







