চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শেষ দিকের গোলে স্পেনের বিপক্ষে হার এড়াল পর্তুগাল

স্ট্রাইকার রিকার্ডো হোর্তার শেষ দিকের করা লক্ষ্যভেদে উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল

২০০৪ সাল থেকে এখন পর্যন্ত স্পেনের বিরুদ্ধে কোনো প্রতিযোগিতামূলক খেলায় পর্তুগিজরা জিততে পারেনি। একইসঙ্গে স্পেনের মাটিতে পায়নি কোনো জয়।

বৃহস্পতিবার রাতে সেভিয়ায় এবারের আসরের উদ্বোধনী দিনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচের ২৫ মিনিটে লিড পেয়েছিল স্পেন।

পাবলো সারাবিয়ার দ্রুত বাড়ানো বল আদায় করে ডান পায়ের শটে স্বাগতিকদের এগিয়ে দেন জুভেন্টাসে ধারে খেলতে থাকা আলভারো মোরাতা।

২৯ বছর বয়সী মোরাতা চলতি বছর কাতারে নিজের প্রথম বিশ্বকাপ খেলার আশা করছেন। বয়সভিত্তিক ও জাতীয় দলসহ স্পেনের হয়ে সর্বাধিক গোল করা রাউল গঞ্জালেসের ৬১ গোল থেকে মোরাতা তিন গোল দূরে দাঁড়িয়ে মোরাতা।

এ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ৬২ মিনিটে ওটাভিওর বদলি হিসেবে মাঠে নামেন। তিনি নিতে পারেননি কোনো শট।

৮২ মিনিটে জোয়াও ক্যানসেলোর ক্রসে বল পেয়ে বদলি খেলোয়াড় হিসেবে নামা ২৭ বর্ষী উইঙ্গার রিকার্ডো হোর্তা ডান পায়ে নিশানাভেদ করে পর্তুগালকে পরাজয়ের হাত থেকে বাঁচান।

২ নম্বর গ্রুপের আরেক খেলায় সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিক।