এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের ম্যাচে আঙুলে চোট পেয়েছেন সৌম্য সরকার। আঘাত পাওয়া আঙুলে পাঁচটি সেলাই লেগেছে। আর সে কারণে প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন টাইগার ওপেনার।
বিবৃতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, ‘সৌম্য সরকার ক্যাচ নেয়ার সময় তার ডান তর্জনীতে চোট পান। সে কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘ফিল্ডিং করার সময় সৌম্য তার ডান তর্জনীতে কাটা চোট পেয়েছিলেন, যার জন্য পাঁচটি সেলাই করতে হয়েছে। ম্যাচের পরে একটি এক্স-রে করা হয়েছিল, যেখানে জয়েন্টে আঘাত পাওয়ার বিষয়টি ধরা পড়ে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’
৬.৩ ওভারে তানজিম সাকিবের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে আউটসাইড এজ হয় রোভম্যান পাওয়েলের। স্লিপে থাকা সৌম্য সরকারের কাছে যায় বল। তবে সৌম্য আঙুলে লাগায় বল তালুবন্দি করতে ব্যর্থ হন। আঙুলে ভালোই আঘাত পান টাইগার ওপেনার। রক্ত বের হতে দেখা যায়। ব্যথায় কাতরাতে কাতরাতে ফিজিওর সাথে দ্রুত মাঠ ছাড়েন।
তাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইর্ডাসের হয়ে প্রথম অংশও মিস করবেন তিনি। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল। ৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা পর্ব। পুরোপুরি সেরে উঠতে না পারলে সিলেট পর্বও মিস করতে পারেন তিনি।
সৌম্য মাঠ ছাড়ার কয়েক ওভার পর টিভি স্ক্রিনে দেখা যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। মূলত এক্স-রে করে চোটের পরিস্থিতি বুঝতেই তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
ফিল্ডিংয়ে নামার আগে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সৌম্য। রান আউট হয়ে ফেরার আগে ১৮ বলে ১১ রান করেছিলেন বাঁহাতি এই ওপেনার। যদিও প্রথম ম্যাচে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশের এই ব্যাটার।
সৌম্যর আঙুলে চোট পাওয়ার ম্যাচে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১২৯ রানের পুঁজি পায় টিম টাইগার্স। লক্ষ্য তাড়ায় নেমে ১০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।








