চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পিতার মৃত্যুর ৪ ঘণ্টা পরই পুত্রের মৃত্যু; একসঙ্গে জানাজা

৪ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন পিতা-পুত্র। জানাজার নামাজও হয়েছে একসাথে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি এলাকায়। পিতা-পুত্রের একই দিনে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার ২৯ মে ভোর চারটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ওমর ছিদ্দিক (৮৫) এবং সকাল ৮টায় মৃত্যুবরণ করেন তার ছেলে হারুন অর রশিদ (৪৫)।

জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি গ্রামের ওমর ছিদ্দিক দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সোমবার ভোর চারটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর ৩০মিনিট পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওমর ছিদ্দিকের পুত্র হারুন অর রশিদ। হারুন অর রশিদ পেশায় মুদি দোকানদার। তিনিও দীর্ঘদিন যাবত হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় মৃত্যুবরণ করেন হারুন অর রশিদ।

দানাপাটুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া পিতা-পুত্রের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিতা-পুত্রের মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার জোহরের নামাজের পর চাঁদের হাসি গ্রামের ঈদগাহ মাঠে একসাথে পিতা-পুত্রের নামাজে জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।