চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রুনা লায়লাকে নিয়ে গাইলেন সেরাকণ্ঠের চার শিল্পী

রুনা লায়লার জন্মদিন ঘিরে চ্যানেল আইয়ের এই উদ্যোগ

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী রুনা লায়লার জন্মদিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর)। সংগীতের গুণী এই তারকার জন্মদিনটি বিভিন্নভাবে উদযাপন করেন তার লাখো অনুসারী। একইভাবে তার এবারের জন্মদিনটি বিশেষভাবে পালনের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

জন্মদিনে বাড়তি আনন্দ যোগ করতে এবং রুনা লায়লার প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করে উপহার স্বরূপ তৈরি হয়েছে তার সাফল্যগাঁথা নিয়ে গান।

যে গানে কণ্ঠ দিলেন রুনা লায়লার চার অনুসারী। যারা উঠে এসেছেন চ্যানেল আই সেরাকণ্ঠের মঞ্চ থেকে। এই প্রজন্মের চার শিল্পী হলেন কোনাল, ঝিলিক, মেজবাহ বাপ্পী ও তরিক মৃধা।

মঙ্গলবার বিকেলে চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে রুনা লায়লার জন্য করা এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এসময় চারজনই উচ্ছ্বাস নিয়ে গানটিতে কণ্ঠ দেন।

কোনালের সংগীত ক্যারিয়ারে বড় অনুপ্রেরণার নাম রুনা লায়লা। যে বার কোনালের মাথায় সেরা কণ্ঠের মুকুট উঠেছিল, সেবার বিচারক ছিলেন অসংখ্য কালজয়ী গানের শিল্পী রুনা লায়লা। ২০১৯ সালের রুনার জন্মদিনে তারই গাওয়া আশির দশকের জনপ্রিয় একটি গান নতুন করে গেয়ে উৎসর্গ করেছিলেন কোনাল। শেষবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিল্পীর পুরষ্কার পেলে রুনা তার নিজ বাসায় কোনালকে ডেকে দোয়া করেছিলেন।

এবার রুনার জন্মদিনে মৌলিক গান গাইলেন কোনাল। বললেন, রুনা ম্যাম আমাদের জন্য যে কি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার আদর, গাইডলাইনস সেই সেরাকণ্ঠ থেকে পেয়ে আসছি। আজকে তার জন্যই ভীষণ সুরেলা একটি গান করলাম। অবশ্যই গানটিতে কণ্ঠ দেয়ার সময় বাড়তি দরদ ছিল। সেই সঙ্গে ছিল শ্রদ্ধা। এ কাজটি আমার জন্য অনেক সৌভাগ্যের। আশা করছি, রুনা ম্যাম ও সকল শ্রোতারা গানটি পছন্দ করবেন।

ঝিলিক বলেন, রুনা ম্যাম আমাদের গর্ব, আমাদের আইডল। তার জন্য গান করার পাশাপাশি তার জন্মদিনটি উপযাপন করতে পারছি এজন্য ভাগ্যবান মনে করি। এই আনন্দটা আসলে সবার।

রুনা লায়লার জন্মদিনের এই গানটির কথা লিখেছেন হাসান পিন্টু, সুর-সংগীত করেন মনোয়ার হোসেন টুটুল এবং সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবু।

১৭ নভেম্বর দুপুরে চ্যানেল আই তারকা কথনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রুনা লায়লা। অনুষ্ঠানটির প্রযোজক অনন্য রুমা জানান, রুনা ম্যাম রেড কার্পেটে হেঁটে চ্যানেল আইয়ে প্রবেশ করবেন। তারকা কথন অনুষ্ঠানে গানটি প্রচার হবে। পরে চ্যানেল আইয়ের বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত করা হবে এ গানটি।