শেয়ার বাজারের দরপতন রোধে কিছুটা অগ্রগতি
শেয়ার বাজারের দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ফ্লোর প্রাইসিং ব্যবস্থায় কিছুটা কাজ হয়েছে। দু’দিনে ১ শ’ ৮২ পয়েন্ট বেড়েছে সূচক। ব্রোকারেজ হাউসগুলো বলছে, বাজারের দরপতনের পেছনে গুজবের প্রভাব বেশি। বিএসইসির চেয়ারম্যান বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফ্লোর প্রাইসিং তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।