দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বদনামকারীদের চিহ্নিত করতে হবে: প্রধানমন্ত্রী
যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বদনাম করে তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসবে কান না দিয়ে দেশের উন্নয়নে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং এর মতো ঘটনা বন্ধে আরো উদ্যোগী হতে বলেছেন প্রধানমন্ত্রী।