সালমান খানের যে বাইকের প্রতি দারুণ ভালোবাসা আছে সে কথা সকলেই জানেন। একাধিক স্পোর্টস বাইক আছে তার গ্যারাজে। মুম্বাইয়ের রাস্তায় মাঝে মধ্যে তাকে সেই বাইক চালাতেও দেখা যায়।
এবার জানা গেল তার বাইকের প্রতি সেই ভালোবাসা কী করে এল। সবটাই তার বাবার থেকে পাওয়া। আর এদিন সেটারই ঝলক তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। জানালেন সেলিম খানের প্রথম বাইক আজও তিনি সযত্নে রেখে দিয়েছেন। তাতে চড়ে এদিন দুজনে ছবিও দেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সালমান খান একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে তার বাবার প্রথম বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে সেলিম খান সেই বাইকে বসে, পাশে দাঁড়িয়ে খোদ ভাইজান।
এই ফটো সেশন তারা তাদের বাড়ির বাগানেই করেছেন। অভিনেতার পরনে ছিল ছাই রঙের টিশার্ট এবং প্যান্ট। তার বাবা জিন্সের সঙ্গে একটি গ্রে এবং সাদা রঙের শার্ট পরেছিলেন। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বাবার প্রথম বাইক। ট্রায়ম্ফ টাইগার ১০০। ১৯৫৬।’
তাদের একসঙ্গে দেখে দারুণ উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। বাদ যাননি তাদের সহকর্মীরা। অমিত সাধ একাধিক ইমোজি পোস্ট করেন। সঙ্গীতা বিজলানি লেখেন, ‘সেলিম কাকু দারুণ কুল।’ কেউ আবার লেখেন, ‘বলিউডের বাপ।’ আরেক ব্যক্তি লেখেন, ‘২ দাবাং, ২ টাইগার।’
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2024/11/sk-selim-750x536.jpg)






