ভারতের সুরাটে ভারী বর্ষণে একটি ছয়তলা ভবন ধসে ৭ ব্জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং বেশিরভাগই অংশ খালি ছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফায়ার সার্ভিসের চিফ অফিসার বসন্ত পারেক বলেন, ভবন ধসের পর সারারাত তল্লাশি অভিযান চালিয়ে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ৭ জুলাই স্থানীয় সময় সকাল ৬টায় সপ্তম লাশ উদ্ধার করে হয়।
শনিবার ৬ জুলাই স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে থেকে একজন নারীসহ ১৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। ভবনটিতে মাত্র ৫টি ফ্ল্যাট ভাড়া দেয়া হয়েছিল।
২০১৭ সালে নির্মিত ভবনটি ধসে পড়ার সময় পাঁচটি পরিবার সেই সময় সেখানে উপস্থিত ছিল। পুলিশের মতে, ধসে পড়ার সময় ভবনের বেশ কয়েকজন বাসিন্দা কর্মস্থলে ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার ভবনটির আকস্মিক ধসের পর বিশৃঙ্খলা শুরু হয় এবং ধ্বংসস্তূপের নিচে থেকে সম্ভাব্য সবাইকে বাঁচাতে ছুটে যায় স্থানীয়রা।
এর আগে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন, প্রায় ৬ থেকে ৮ জন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। আমরা ধ্বংসস্তূপের ভেতর থেকে তাদের আওয়াজ শুনতে পাচ্ছি। শিগগিরই তাদের উদ্ধার করা হবে।








