রোহিত শেঠির আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’র বেশ কয়েকটি চরিত্রের লুক আগেই প্রকাশিত হয়েছে। আর এবার প্রকাশ্যে এলো ছবিটির প্রধান অভিনেতা অজয় দেবগণের লুক।
‘সিংহাম’ ও অজয় দেবগণ এই দুটি নাম একটি অপরটির সাথে ওতোপ্রতোভাবে জড়িত। তারই প্রেক্ষিতে মঙ্গলবার (২১ নভেম্বর) ছবির পরিচালক রোহিত শেঠি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রকাশ্যে এনেছেন অজয় দেবগনের লুক।
আগুনে জ্বলে ওঠা সেই পোস্টারে অজয়কে সিংহের সাথে তুলনা করেছেন পরিচালক। সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, “সিংহ আতঙ্ক ছড়ায়, আর আহত সিংহ সব বরবাদ করে। সকলের প্রিয় পুলিশ, বাজিরাও সিংহাম ফিরে এসেছে!…সিংহাম এগেইন”।
অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’। এ ফ্র্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের তুমুল ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে।

সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোনকে। যাদের লুক ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। আরও দেখা যাবে কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র: পিঙ্কভিলা
বিজ্ঞাপন