চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি বন্ধ

পুঁজি সংকটের কারণে ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক। প্রতিষ্ঠানটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

ব্যাংকটির দায়িত্ব নেবে ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন-এফডিআইসি। ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে বুধবার ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয় ব্যাংকটি। এতে অনিশ্চিতার আশঙ্কায় পরদিনই আমানতকারীরা ৪ হাজার ২০০ কোটি ডলার তুলে নেন।

ব্যাংকের শেয়ারের দাম ৬০ শতাংশ কমে যায়। শুক্রবার ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রকেরা ব্যাংকটি বন্ধ করে দেয়। ব্যাংকের সম্পদ বিক্রি করে গ্রাহক, আমানতকারী ও পাওনাদারদের অর্থ বুঝিয়ে দেবে এফডিআইসি।