টি-টুয়েন্টি বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটতে থাকা আফগানিস্তানকে সেমিফাইনালে মাটিতে নামিয়েছে সাউথ আফ্রিকা। ম্যাচ শেষে সেমির পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আফগানদের কোচ জোনাথন ট্রট। কথা বলছেন সাবেকদের অনেকেই। হতাশ হয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের সাবেক ওপেনার নভোজাৎ সিং সিধুও। বলেছেন, এ ধরনের পিচ ক্রিকেট খেলার রোমাঞ্চকে নষ্ট করে দেয়।
ভারতীয় লোকসভার এ সদস্য বলেছেন, ‘এটা শুধুমাত্র একটি ঘটনা নয়। বুঝতে পেরেছি আপনি পুরাতন পিচ ব্যবহার করেছেন। কিন্তু যদি দেখেন কিছু বল উপরে উঠে আসছে এবং ব্যাটারকে আঘাত করছে। এমন ঘটনা নাসাও কাউন্টিতে ঘটেছিল।’
‘এই পিচই টি-টুয়েন্টি বিশ্বকাপের একমাত্র কারণ যা বিশ্বকাপের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। যেটা ঘটেছে সেটা ঘটে গেছে, কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা উচিত হবে না। এমন পিচ ক্রিকেট খেলার রোমাঞ্চ নষ্ট করে দেয়।’
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে সিধুর আশা, ‘আশা করছি গায়ানাতে পুরো ম্যাচ হবে। এমন না হয়ে বৃষ্টিতে ভেসে গেলে ভারত ফাইনালে চলে যাবে। আমরা বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দেখতে চাই না।’








