চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রবিবার দুপুরে চ্যানেল আইয়ে ‘শ্যামল ছায়া’

চলছে বিজয়ের মাস। পুরো মাসব্যাপী চ্যানেল আইয়ে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নানা অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় রবিবার (১৮ ডিসেম্বর) দেখানো হবে নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের আলোচিত ছবি ‘শ্যামল ছায়া’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, এ সপ্তাহের ছবি হিসেবে রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

২০০৪ সালে মুক্তি পায় হুমায়ূনের ‘শ্যামল ছায়া’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তৈরি এই ছবিতে সরাসরি যুদ্ধের দৃশ্য না দেখিয়েও যুদ্ধের আবহ ফুটিয়ে তোলা হয়েছে সুনিপুণ ভাবে। ছবিটি ২০০৬ সালে ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে একাডেমি পুরস্কার এর জন্য বাংলাদেশ থেকে অংশ নেয়।

‘শ্যামল ছায়া’য় অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, শাওন, শিমুল, রিয়াজ, স্বাধীন খসরু, সৈয়দ আখতার আলী, তানিয়া আহমেদ, রাত্রি, আহমেদ রুবেল, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, জেসমিন পারভেজসহ আরও অনেকে।