চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদ্‌যাপন

সারাদেশের মতো প্রবাসেও যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

 

বার্লিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন :

জার্মানির রাজধানী বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’- এই প্রতিপাদ্যে উদযাপিত অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

দিনের শুরুতে রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি-এর নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুরের পর দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্যবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দিবসটি উপলক্ষে জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর শৈশব, তাঁর সংগ্রামমুখর জীবন, কর্ম, আদর্শ এবং একটি স্বাধীন দেশ গঠনে তাঁর ভূমিকার ওপর আলোচনা ও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ জাতীয় চার নেতা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কুয়েতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন :

জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কুয়েত বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েতের ‘চার্জ দ্যা এফেয়ার্স’ আবুল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ দূতাবাসের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জিহন ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের গণমাধ্যম সাংবাদিকরাসহ কুয়েত প্রবাসী বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রবাসী পরিবারের ছেলে মেয়েরা, দূতাবাসে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অংকনের বিষয়- বাংলাদেশের জাতীয় পতাকা, অপরূপ গ্রাম, বঙ্গবন্ধু,  মুক্তিযুদ্ধ ও উন্নত বাংলাদেশ।

অন্টারিওতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্টালিও আওয়ামী লীগ, কানাডার উদ‍্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড. এম জোহা, সহসভাপতি ইঞ্জি. নওশের আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, কানাডা আওয়ামী লীগের নির্বাহী সদস‍্য ঝোটন তরফদার, অন্টারিও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসমত আরা জুই, দপ্তর সম্পাদক খালেদ আহম্মেদ শামীম, প্রচার সম্পাদক আক্রামল ইসলাম খান।

এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন যুব সম্পাদক সাদ্দাম হোসেন, নির্বাহী সদস‍্য রফিকুল আলম, এস বি আব্দুল হামিদ, মকবুল হোসেন মঞ্জু, মোহাম্মদ ইসলাম টিপু, উপদপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, সহসভাপতি ড. এ এম তোহা, কানাডা স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, জয়নুল আবেদিন, তৌহিদুর রহমান দুর্জয়, মোহাম্মদ সাকিব, সোহাগ হোসাইন, তৌহিদুর রহমান আশিক, তামিমসহ আরও অনেকে।

ইসলামাবাদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন:

ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করেছে। হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ এবং শিশু-কিশোররা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সকালের পর্বে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ রুহুল আলম সিদ্দিকী দূতালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়।

হাইকমিশনার তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু শৈশব থেকেই ছিলেন নির্ভীক, দয়ালু এবং পরোপকারী কিন্তু অধিকার আদায়ে ছিলেন আপোসহীন।

বিকালের অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার সকল শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর হাইকমিশনার শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন।

অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

 

জেদ্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস :
নানা আয়োজনের মধ্য দিয়ে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এদিন সকাল কনস্যুলেট চত্বরে জাতিয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঘ্য অর্পণ করেন কনস্যুলেটসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা। ঢাকা থেকে প্রদত্ত বাণীপাঠ করেন কনস্যুলেটের উদ্ধতন কর্মকর্তাগণ। প্রদর্শিত হয় বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ গ্রহণ করে প্রবাসীদের শিশু কিশোররা।