নাজমুল হোসেন শান্ত টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন এমন খবর আগেই বেরিয়েছিল। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোটের কারণে খেলা হয়নি শান্তর। তার পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদও সেই আভাস দিলেন।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগের উদ্বোধন শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদমাধ্যমের মুখোমুখি হন। জানালেন টি-টুয়েন্টির অধিনায়ক হতে পারেন আগে নেতৃত্ব দেয়া কেউ।
বোর্ড সভাপতি বলেছেন, ‘এটা আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই জানা যাবে। এরই মধ্যে দুই একজন টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন, যারা এখনও একদম দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব।’
টি-টুয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস । সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে লিটনের নেতৃত্বে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদও আছেন নেতৃত্বের দৌড়ে। নুরুল হাসান সোহানও বিপিএলে দারুণ পারফর্ম করেছেন। তার নেতৃত্বে রংপুর রাইডার্স বিপিএলে শেষ চারে খেলেছিল এবং গ্লোবাল চ্যাম্পিয়ন্স লিগে রংপুর চ্যাম্পিয়ন হয়েছিল।







