চোটের কারণে তারকা অলরাউন্ডার হাসারাঙ্গাকে বিশ্বকাপের দলে পায়নি শ্রীলঙ্কা। আসরের শুরুটাও ভালো যাচ্ছে না তাদের। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে বিধ্বস্ত হওয়া, দ্বিতীয় ম্যাচে ৩৪৫ রান করেও হেরে যায় পাকিস্তানের কাছে। এমন পরিস্থিতিতে আরও বড় দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কা। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
বিশ্বকাপের চলতি আসরের ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন নিয়ে শানাকার বদলি হিসেবে রিজার্ভ ক্রিকেটারের তালিকায় থাকা চামিকা করুণারত্নেকে দলে যুক্ত করেছে শ্রীলঙ্কা। চলতি বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন করুণারত্নে।
শনিবার রাতে বিবৃতিতে তথ্যটি জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বলেছে, ‘শানাকার রিপ্লেসমেন্ট হিসেবে ২৩টি ওয়ানডে খেলা করুণারত্নকে দলে নেয়া হয়েছে। ১০ অক্টোবর পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে ডান উরুর পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা। চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।’
অধিনায়ক দাসুন শানাকার অনুপস্থিতিতে বিশ্বকাপের বাকী ম্যাচগুলোতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট হাতে বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন এই ব্যাটার।
সোমবার লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে ম্যাচটি।







