ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। আসরে শুরুর দিকে চার ম্যাচ না খেলেও হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। ৭ ম্যাচে ২৪ উইকেট শিকার করা পেসার এবার ভূষিত হলেন অনন্য এক সম্মানে। ভারতের জাতীয় ক্রীড়া পুরস্কার ‘অর্জুন পুরস্কার’ পেয়েছেন এই তারকা পেসার।
মঙ্গলবার দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে ‘অর্জুন পুরস্কার’ গ্রহণ করেন শামি। ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা ভারতীয়দের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার এটি। এর ওপরে একটিই স্বীকৃতি আছে, ‘খেল রত্ন পুরস্কার।’
পুরস্কার গ্রহণ করে স্বপ্ন পূর্ণ হওয়ার কথা বলেছেন শামি, ‘এই পুরস্কার পাওয়া সবার কাছে স্বপ্ন। জীবন বয়ে যায় আর মানুষ অনেক চেষ্টা করেও এই পুরস্কার পায় না। এই পুরস্কার পেয়ে আমি অনেক খুশি। ’
বিশ্বকাপে ভারতের শুরুর চার ম্যাচে একাদশে নাম ছিলো না শামির। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে দলে জায়গা হয় শামির। আর মাঠে নেমেই বাজিমাত করেন এই পেসার। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দলকে তুলেন ফাইনালে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় স্বাগতিকরা।








