চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নেটিজেনরা বলছেন, ‘জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও’!

শাকিব খান ও সোনাল চৌহানের ছবিটি মূলত একটি গানের শুটিংয়ের, যা শেয়ার করেছেন সোনাল নিজেই

KSRM

‘মেইনে খুশি’ এমন ক্যাপশন দেখে শাকিব খানকে নিয়ে জড়িয়ে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। ছবিটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রোম্যান্টিক মুডে নেটিজেনরা এই ছবিটি দেখে বলছেন, ‘জাস্ট লুকিং লাইক অ্যা ওয়াও’!

সোনালের ইনস্টাগ্রাম পোস্ট দেখলে এমন একাধিক মন্তব্য চোখে পড়বে যেখানে অনুসারীরা জানাচ্ছেন, এই জুটির রোমান্স দেখার অপেক্ষায় আছেন। পোস্ট করা এই ছবিটিতে অনুসারীরা ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছেন।

Bkash

জানা যায়, জাহিদ আকবরের লেখা বালামের গাওয়া একটি গানের শুটিং দৃশ্য এটি। রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবি ‘কেশারিয়া’ ছবির গানের শুটিং যেখানে হয়েছে, একই লোকেশনে শাকিব-সোনালের রোম্যান্টিক এই গানটি দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

গেল মাসের শেষ সপ্তাহ থেকে ‘দরদ’ ছবির টানা শুটিং চলছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে নির্মিত প্রথম সর্বভারতীয় ছবি। শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের যৌথ প্রযোজনায় এতে দুই দেশের পরিচিত শিল্পীরা আছেন।

Reneta June

এই ছবিতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন। ‘দরদ’ সাইকো থ্রিলার রোম্যান্টিক ধাঁচের ছবি। আগামী বছর ভালোবাসা দিবসে এটি বাংলাদেশ, ইন্ডিয়াসহ ২০টির বেশি একযোগে মুক্তি পাবে।

অনন্য মামুন জানান, যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’, তাই বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি দেয়া হবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View