সাকিব আল হাসান বরাবরই নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন। চোটের কারণে খেলার মাঠে আপাতত না থাকলেও আছেন রাজনীতির মাঠে। প্রথমবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে ৭ জানুয়ারি পর্যন্ত নিজ জন্মস্থান মাগুড়ায় ছুটে বেড়াতে হবে তাকে। নতুন অধ্যায়ের সূচণালগ্নে অবশ্য ভোলেননি জাতীয় দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে বাংলাদেশ দল রয়েছে সিলেটে। মঙ্গলবার শুরু সিরিজের প্রথম টেস্ট। সাকিব না থাকায় স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তরুণ অধিনায়ক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানালেন আপাতত ক্রিকেট মাঠে না থাকলেও দলের খবরাখবর ঠিকই রাখছেন তিনি।
‘সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করব। আমার মনে হয়, প্রত্যেকটা ক্রিকেটার মিস করবে। দলের ব্যাপারে তিনি গতকাল রাতে ফোন করেছিলেন। তার সাথে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।
সব ক্রিকেটারকে ভালো করার শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা যে জিনিসটা পারি, ওই জিনিসটাই যেন করি। এই তো… এরকমই কথা হয়েছে।’
ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে মাগুরা ১ আসন থেকে নির্বাচন করবেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব।







