শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগের শেষভাগে সাকিব আল হাসানে দল গল টাইটান্সে খেলার ডাক পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। আজই তার রওনা হওয়ার কথা। যে কারণে শনিবার মিরপুরে জাতীয় দলের অনুশীলনে আসেননি তিনি।
চ্যানেল আই অনলাইনকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, ‘পুরো টুর্নামেন্টের জন্য লিটনকে এনওসি দেয়া হয়েছে। রওনা হয়ে গেছেন। দুপুর ১২টা ৩০ মিনিটে তার ফ্লাইট ছিল।’
কয়েকদিন আগেই কানাডায় গ্লোবাল টি-টুয়েন্টি খেলে এসেছেন লিটন। এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে ডাক পেলেন। সাকিব-লিটনদের দলে আছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। যদিও ৬ ম্যাচেই একাদশের বাইরে ছিলেন এ ক্রিকেটার।
এলপিএল খেলতে শ্রীলঙ্কায় আছেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার শরীফুল ইসলাম। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে যান তিনি। তবে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।
এদিকে, জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলে দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়। তার ব্যাটিংয়ে মুগ্ধ ফ্র্যাঞ্চাইজি। পুরো টুর্নামেন্টে এ তরুণকে পেতে চেয়েছিল দল। যদিও এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতে ফিরে আসেন হৃদয়।
৫ দলের এলপিএল চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দল এশিয়া কাপের প্রস্তুতি নেবে। এলপিএল শেষে সাকিব-লিটন-শরিফুলদের অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে।








