একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ১৪ জানুয়ারি দুবাই গিয়েছিলেন শাকিব খান। তাকে পেয়ে মধ্যপ্রাচ্যের বাঙালিরা আনন্দে মেতে ওঠে। সেখান থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।
দুই সপ্তাহ দুবাই-যুক্তরাষ্ট্রে অবস্থান করে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পা রেখেছেন জনপ্রিয় এই চিত্রতারকা।
ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে শাকিব খানের ইনস্টাগ্রাম পোস্টে। বিকেলে একটি পোস্ট দিয়ে তিনি ঢাকা বাংলাদেশ চেকইন দিয়েছেন। লিখেছেন, কামিং ব্যাক হোম।
এর আগে ২০২১ সালে নভেম্বরে শাকিব খান যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। দেশে ফিরেছেন নয়মাস পর। তাই এবারও শাকিব যুক্তরাষ্ট্রে যাওয়ায় তার ভক্তরা সন্দিহান ছিলেন, কবে ফিরবেন প্রিয় তারকা! তবে সব আশঙ্কা দূর করে নিশ্চিত হওয়া গেছে দুসপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এই সুপারস্টার দেশে ফিরলেন।

শাকিব খান অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’, ‘আগুন’ এবং ‘অন্তরাত্মা’ তিনটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এরমধ্যে লিডার ও আগুন ছবি আসন্ন ঈদে মুক্তি পাবে এটা নিশ্চিত হওয়া গেছে। নতুন ছবি হিসেবে আগামীতে তিনি শুরু করবেন নিজের প্রযোজিত ছবি ‘মায়া’ ও ‘শের খান’ নামে দুটি ছবি।
গেল রোজার ঈদ থেকে শাকিব খানের কোনো ছবি মুক্তি পাচ্ছে না। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, তিনি নিশ্চয় দাপটের সঙ্গেই ফিরবেন!
এ বিষয়ে নিজেও আশাবাদী শাকিব। চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানুয়ারির শুরুতে তার দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, আমি আমার সকল দর্শকদের উদ্দেশে বলতে চাই, তোমরা কেউ নিরাশ হইও না; যখন ফিরবো, আমার মতো করেই ফিরবো।