চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খালেদ এগোলেন ৯ ধাপ, সব জায়গায় পেছালেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে বল হাতে দারুণ করেছেন খালেদ আহমেদ। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচের শেষ ইনিংসে মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। পরের টেস্টে নেন ইনিংসে ৫ উইকেট। সেটির স্বীকৃতি পেলেন আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৯ দাপ এগিয়েছেন টাইগারদের ডানহাতি পেসার।

র‌্যাঙ্কিংয়ে ৯৭ থেকে এগিয়ে এখন ৮৮ নম্বরে আছেন খালেদ। তবে পিছিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এক ধাপ পিছিয়ে টেস্ট বোলিংয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান এখন ২৯ নম্বরে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

উইন্ডিজ ডেরায় সিরিজে বল হাতে বেশ অনুজ্জ্বল ছিলেন সাকিব। দুই ম্যাচে পেয়েছেন মাত্র এক উইকেট। অন্যদিকে এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার খালেদ। দুই ম্যাচ মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ২৯ বর্ষী পেসার।

শুধু বোলিংয়েই নয়, ব্যাটিং এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও পিছিয়েছেন সাকিব। সেন্ট লুসিয়া টেস্টে ভরাডুবির পর ব্যাটিংয়ে ৬ ধাপ পিছিয়েছেন বাঁহাতি তারকা। অবস্থান এখন ৩৯-এ। এক ধাপ পেছানো তামিম ইকবাল আছেন তার ঠিক উপরে, ৩৮ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের অবনমন ১ ধাপ, আছেন তিনে। তাকে পেছনে ফেলেছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। ৩৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অশ্বিনের সতীর্থ রবীন্দ্র জাদেজা।

বোলিং র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়েছেন ডানহাতি অফস্পিনার, এখন অবস্থান ২০-এ।