চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যেখানে দরকার সেখানেই ব্যাট করবেন সাকিব

KSRM

দলের যেখানে প্রয়োজন সেখানেই ব্যাট করবেন টাইগারদের ওয়ানডে ও টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং পজিশন প্রসঙ্গে হাথুরু বলেন, ‘সে যেখানেই ব্যাট করেছে ভালো করেছে এবং যেখানে ব্যাট করলে আমাদের জন্য ভালো হবে, দল জিতবে, সেখানেই সে ব্যাট করবে।’

শনিবার সিলেটে দুপুর ২টায় তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। চায়ের শহরে ওয়ানডের পর তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হবে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্টটি পরে মিরপুরে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View