চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাকিব নামতেই জয় পেল মোহামেডান

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ করে শুক্রবার রাতের ফ্লাইটে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। সকালেই নেমে পড়েন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। টাইগার অলরাউন্ডার নামতেই প্রথম জয়ের দেখা পেল ক্লাবটি। 

বিকেএসপির চার নম্বর মাঠে নিজেদের ষষ্ঠ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারায় মোহামেডান। সাকিব ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে ছিলেন খুবই কিপটে। ১০ ওভারে দেন মাত্র ৩১ রান।

Bkash July

আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে মোহামেডান। দলটির অধিনায়ক ইমরুল কায়েস ৮৬ রান করেন। ১০১ বলের ইনিংসে মারেন ১০টি চার ও ২টি ছক্কা। মাহমুদউল্লাহ রিয়াদ ৫১ বলে ৪৮, আরিফুর হক ৩১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। দুটি করে চার-ছক্কায় ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন জ্যাক লিনট।

জবাবে ইনিংনের ৪ বল আগে ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ওপেনার সাইফ হাসান ৫৮ , পারভেজ রসুুল ৬৩ রান করেন। লিনট ও আবু জায়েদ রাহি নেন তিনটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপুর শিকার একটি করে।

Reneta June

পাঁচ ম্যাচে চার হারে পয়েন্ট টেবিলের তলানীতে ছিল মোহামেডান। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় একটি পয়েন্টই ছিল দলটির। শনিবার লিগের মাঝপথে এসে প্রথম জয়ের দেখা পেল তারা।

Labaid
BSH
Bellow Post-Green View