গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে গিয়ে বোলিং নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সাকিব আল হাসান। দুবার পরীক্ষা দেয়ার পরও অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি মিলছিল না। তৃতীয়বারের চেষ্টায় মুক্তি মিলেছে টাইগার কিংবদন্তির, আর বোলিং করতে বাধা নেই ৩৭ বর্ষী তারকার।
তৃতীয়ধাপে বোলিং অ্যাকশনে পাস হওয়া নিয়ে সাকিবের সাথে কথা বলেছে ক্রীড়াখবর মাধ্যম ক্রিকবাজ। বাঁহাতি তারকা অলরাউন্ডার জানিয়েছেন, ‘সংবাদটি সত্যি (বোলিং টেস্টে পাস করেছি) এবং আমার আপাতত বল করতে আর কোনো বাধা নেই।’
সারের হয়ে সমারসেটের বিপক্ষে বোলিং করার সময় সমস্যা ধরা পড়ে সাকিবের অ্যাকশনে। ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংল্যান্ডে তার বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে প্রথমে ইংল্যান্ড ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলেও উতরে যেতে পারেননি সাকিব।
বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বিবেচনা করা হয়নি বাংলাদেশের অন্যতম সেরা তারকাকে। নির্বাচকরা শুধু বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে তাকে ডাকতে চাননি। আসরটি দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব।







