অবশেষে লেগস্পিনারের অভাবটা পূরণ হল বাংলাদেশ দলে। পাইপলাইনে থাকা রিশাদ হোসেনকে টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্ত করলেন নির্বাচকরা। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বরাবরই চাইছিলেন টাইগার বোলিংয়ে ভ্যারিয়েশন আনতে লেগস্পিনে গুরুত্ব দিতে।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার ডাক পেয়েছেন রিশাদ ও কিপার-ব্যাটার জাকের আলি অনিক।
সবশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা, নুরুল হাসান সোহান ও তানভির ইসলাম।
টি-টুয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি অনিক।