চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নাইট ক্লাবের পার্টিতে শাহরুখ পুত্রের ভিডিও ভাইরাল

মাদককাণ্ডে গেল মে মাসে নির্দোষ প্রমাণিত হয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। যার মধ্য দিয়েই অন্ধকার অধ্যায় শেষ হয়েছে শাহরুখ খান পরিবারের। সেই ভয়ানক স্মৃতি কাটিয়েই আবারও স্বাভাবিক ছন্দে ফিরছেন আরিয়ান। যার প্রমাণ মিললো সম্প্রতি ভাইরাল হওয়া আরিয়ান খানের একটি ভিডিও থেকে।

সোমবার (১৮ জুলাই) মধ্যরাতে মুম্বাইয়ের অভিজাত নাইট ক্লাবের একটি পার্টিতে দেখা মিলেছে শাহরুখ পুত্রের। কালো টি শার্ট, কালো মাস্ক পরে উচ্ছ্বসিত মেজাজে দেখা গিয়েছে তাঁকে। যদিও পার্টিতে মাস্ক পড়েই অবস্থান করছিলেন এই স্টারকিড, কিন্তু তারপরেও ক্যামেরার ক্লিক থেকে নিজেকে লুকাতে পারেননি তিনি। ফলে ইতোমধ্যেই তার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

Bkash July

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জনবহুল সেই পার্টিতে খুব দ্রুত পান করছেন আরিয়ান খান। পানের পরেই দ্রুত মাস্ক দিয়ে মুখ ঢাকছেন তিনি। সেই দৃশ্যই এখন অন্তর্জালবাসীর হাতে।

এদিকে মাদককাণ্ডে বেকসুর খালাস পেলেও শাহরুখ পুত্র আরিয়ান খানকে জামিনের শর্ত মেনে জমা রাখতে হয়েছিল তার পাসপোর্ট। দিন কয়েক আগে সেই পাসপোর্ট ফিরে পেতেই আদালতে আবেদন করেছিলেন আরিয়ান। আদালতের নির্দেশে তিনি ব্যক্তিস্বাধীনতা, অধিকার ফিরে পাচ্ছেন। এরপর বিদেশ সফরে যেতেও আর কোন বাধা থাকবে না তার।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Labaid
BSH
Bellow Post-Green View