এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন অসন্তুষ্ট চাকরিপ্রার্থীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতি বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশের আগে সাধারণত ৪০০ থেকে ৫০০টি পদ যোগ করা হয়। কিন্তু এবার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা অনুমোদন আটকে আছে।
এক বিক্ষুব্ধ প্রার্থী বলেন, ‘এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো খালি থাকার কথা নয়। কিন্তু সেগুলো বাদ দিয়েই ফল প্রকাশ করা হয়েছে।’
তাদের দাবি, ৪৪তম বিসিএসের ফলাফল নতুন করে যাচাই করে পুনরায় প্রকাশ করতে হবে।
অবরোধের কারণে শাহবাগ এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।








