চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আরিয়ানের জামিন আবেদনের রায় বুধবার

মঙ্গলবার মুম্বাই আদালত আরিয়ান খানের জামিনের শুনানি অসমাপ্ত রেখেছে। বুধবার হবে শুনানি। দুপুর দেড়টা নাগাদ রায় দেবে আদালত। 

২ অক্টোবর আটক ও পরবর্তীতে গ্রেপ্তারের পর বেশ কয়েকবার আরিয়ানের জামিন আবেদন খারিজ করেছে আদালত। প্রথমে দু-দফা এনসিবি হেফাজতে থাকার পর ৭ অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলে থাকতে হয় আরিয়ানকে।

এনসিবি হেফাজত থেকে মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী।

এরপরও কয়েক দফায় জামিন আবেদন নাকচ করা হয়। তবে ১১ ও ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের সম্ভাবনা তৈরী হলেও এনসিবির আবেদনের কারণে তা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে শেষ পর্যন্ত ২০ অক্টোবর করা হয়। এই শুনানিতেও জামিন হয়নি আরিয়ানের।

পরবর্তীতে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করে আরিয়ানের আইনজীবী।