চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রিপোর্টারকে হুমকি দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ

নেটফ্লিক্সের ডেভিড লেটারম্যান শো-তে স্মৃতিচারণায় শাহরুখ

শাহরুখের মেজাজ হারানোর ঘটনা খুব বেশি নেই। সাধারণত ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়ে ফেলেন তিনি। তবে অনেক বছর আগে এক রিপোর্টারকে হুমকি দেয়ার কারণে গ্রেপ্তার হতে হয়েছিল অভিনেতাকে।

নেটফ্লিক্সের ডেভিড লেটারম্যান শো-তে অভিনেতা নিজেই জানিয়েছেন সেই কথা।

তারকাদের নিয়ে হরহামেশাই নানা গুজব রটে। ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ এসব গুজব মানতে পারতেন না। সহজেই রেগে যেতেন।

‘মায়া মেমসাব’ ছবির সহ-শিল্পী দীপা শাহির সঙ্গে শাহরুখের নাম জড়িয়ে গুজব রটানোর কারণে এক রিপোর্টারের ওপর খেপে গিয়েছিলেন অভিনেতা। রেগে গিয়ে তাকে হুমকি দিয়ে বসেন। এরপর সেই রিপোর্টার পুলিশের কাছে অভিযোগ করেন এবং তারই জের ধরে পরের দিন অভিনেতাকে গ্রেপ্তার করা হয়।

ডেভিড লেটারম্যান শো-তে শাহরুখ সেই স্মৃতিচারণ করে বলেন, ‘আমি খুবই বিব্রত ছিলাম বিষয়টি নিয়ে। ক্যারিয়ার নতুন ছিল। সব নিউজেই প্রতিক্রিয়া জানাতাম। তখন সামাজিক মাধ্যম ছিল না, ভাগ্যিস।’

অভিনেতা আরও বলেন, “আমি খুব রেগে গিয়ে সাংবাদিককে ফোন করে বলেছিলাম, ‘আপনি লিখেছেন?’। তিনি বললেন, ‘আপনি এটা সহজ ভাবে গ্রহণ করতে পারেন…এটি নিছক কৌতুক!’ আমি বলেছিলাম, ‘আমি মজার কিছু পাচ্ছি না এতে।’ এরপর আমি তাদের অফিসে যাই এবং খুব খারাপ ব্যবহার করি। তাদের গায়ে হাত তোলার হুমকি দেই। চিৎকার করি তাদের সঙ্গে।”

শাহরুখ জানান, এই ঘটনার পর তার শুটিং সেটে পুলিশ আসে এবং তাদের সঙ্গে থানায় যেতে বলে। শাহরুখ বলেন, “ছোট এক কারাগারে আমাকে বন্দি করে যেখানে মানুষের বর্জ্য ছিল। এটা দেখে আমি তাদের অনুনয় করে বলি, ‘আমাকে প্লিজ যেতে দিন। আমি এরকম আর করবো না।’ সন্ধ্যায় জামিন দেয়া হয়।

জামিনে ছাড়া পেয়ে সরাসরি রিপোর্টারের বাড়ির বাইরে চলে যান শাহরুখ। ঠাণ্ডা মাথায় একটা সিগারেট খান। এরপর চলে আসেন। সেই সময় রিপোর্টার তাকে দেখেন এবং সরে যান।

শাহরুখ জানান, এরপর থেকে পুলিশকে দেয়া কথা তিনি রেখেছেন। চেষ্টা করেছেন এসব পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিতে। নিজের ‘স্টার-পাওয়ার’ ব্যবহার করেননি আর।