চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আসছে ‘পাঠান টু’, ইঙ্গিত দিলেন শাহরুখ

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’। এর মাঝেই শাহরুখ দিলেন ‘পাঠান টু-এর ইঙ্গিত!

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এর সাফল্যে মুম্বাইয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। শাহরুখের পাশাপাশি উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এবং সিদ্ধার্থ আনন্দ। সেখানেই সিকুয়েল সম্পর্কে কথা বলেছেন শাহরুখ।

Bkash July

প্রেস কনফারেন্সে সিদ্ধার্থ বলেছেন, ‘প্রত্যেক পরিচালকের মতো আমারও একবার শাহরুখ খানের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমি মনে করি শাহরুখ খানের ছবি উপার্জন করে নিতে হয়। আমি সেটা পেরেছি। পাঠান এসেছে, হিটও হয়েছে, এরপর এরপর আর কী বানাবো?। এই সময়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা চিৎকার করে বলে ওঠেন ‘পাঠান টু!’ উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘ইনশাআল্লাহ।’

এরপর শাহরুখ বলেন, ‘এটা আমাদের জন্য, আমার পরিবারের জন্য অনেক বড় একটি দিন। অনেকদিন পরে এমন সুখের মুহূর্ত এলো। সিদ্ধার্থ আনন্দ যখন আমাকে ‘পাঠান টু’ করতে বলবেন, আমি করবো। তারা সিকুয়েল নির্মাণ করতে চাইলে, সেটা হবে আমার জন্য সম্মানের।’

Reneta June

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

ISCREEN
BSH
Bellow Post-Green View