দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমার মধ্য দিয়ে ইতোমধ্যেই বিশ্বব্যাপী মাত করেছেন শাহরুখ। তাইতো দক্ষিণী অনেক পরিচালকের নজরেই এখন এই সুপারস্টার। যারই প্রেক্ষিতে এবার ‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘লিও’ খ্যাত পরিচালক লোকেশ কঙ্গরাজের সিনেমার প্রস্তাব পেলেন শাহরুখ। তাও কিনা আবার রজনীকান্তের মত মেগাস্টারের সাথে অভিনয়ের সুযোগ। কিন্তু সে সুযোগকে প্রত্যাখ্যান করলেন শাহরুখ নিজে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার সূত্রে জানা গেছে, রজনীকান্তকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন লোকেশ কঙ্গরাজ। আপাতত সিনেমাটির নাম রেখেছেন ‘থালাইভার ১৭১’। রজনীকান্তের এ সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখ খানকে নেওয়ার চেষ্টা করেছেন লোকেশ কঙ্গরাজ। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি শাহরুখ খান।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘লোকেশ শাহরুখ খানের সঙ্গে দেখা করে তার চরিত্রের বিষয়ে ব্যাখ্যা করেন। শাহরুখ খান সিনেমাটির বিষয়বস্তু পছন্দ করেছেন এবং রজনীকান্তকে প্রচণ্ড শ্রদ্ধা করেন। তারপরও বিনয়ের সঙ্গে এ সিনেমায় কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শাহরুখ খান। তিনি এখন স্বতন্ত্র ফিচার ফিল্মে কাজ করতে চান। কিন্তু লোকেশ শাহরুখকে ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।’
লোকেশের নির্দেশনায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান। তা জানিয়ে সূত্রটি বলেন, ‘লোকেশ কঙ্গরাজ অভিনেতা শাহরুখ খানের সমস্যা বুঝতে পেরেছেন এবং শাহরুখ খানের চিন্তা-ভাবনাকে সম্মান করেন। তবে শাহরুখ খান এককভাবে লোকেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।’
এদিকে শাহরুখ খান প্রস্তাব ফেরানোর পর লোকেশ কঙ্গরাজ যোগাযোগ করেছেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘এ সিনেমায় তার চরিত্রের বিষয়ে জেনে আগ্রহ প্রকাশ করেছেন রণবীর সিং। তবে চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য পড়তে চান তিনি। ২০২৪ সালে রণবীরের সঙ্গে আরেকবার বৈঠক করবেন লোকেশ।’
বর্তমানে ‘থালাইভার ১৭১’ সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
সূত্র: ডিএনএ







