
শনিবার রাতে ছিল ‘গদর ২’-এর সাকসেস পার্টি। সেই পার্টিতে বসেছিল তারকাদের মেলা। উপস্থিত ছিলেন, শাহরুখ, গৌরী, আমির থেকে শুরু করে কার্তিক আরিয়ান, ধর্মেন্দ্র, সিদ্ধার্থ, কিয়ারার মতো তারকারা।
সানি দেওলের সঙ্গে বহু বছর সম্পর্ক শীতল ছিল শাহরুখ। কথা বলতেন না একে-অপরের সঙ্গে। সেই দূরত্ব ঘুচিয়েছে ‘গদর টু।’ সিনেমার সাকসেস পার্টিতে এসে সানি দেওলকে ধরেছেন শাহরুখ। সানি দেওলের কাঁধে হাত রেখে ছবিও তুলেছেন।
সামাজিক মাধ্যমে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গেছে শাহরুখের হাত ধরে পার্টিতে এসেছেন গৌরি। শাহরুখ যেন চোখ ফেরাতে পারছেন না গৌরির থেকে।

ধারণা করা হচ্ছে, মুক্তির পরে চতুর্থ রবিবারেই ৫০০ কোটির ঘরে পা রাখবে সানি দেওলের সিনেমাটি। আর সেজন্যই সাফল্য উদযাপনের কোনও সুযোগই ছাড়ছেন না নির্মাতারা।
শাহরুখ আর সানি সর্বশেষ একসঙ্গে কাজ করেছেন ১৯৯৩ সালের সিনেমা ‘ডর’-এ। এই সিনেমার সাফল্যের পর ভিলেন চরিত্রে থাকা শাহরুখকে নিয়ে মাতামাতি মেনে নিতে পারেননি সানি। ছবিতে নায়ক-এর থেকে বেশি প্রাধান্য পেয়েছে ভিলেন চরিত্রটি, এমন অভিযোগ ছিল সানির। তখন থেকেই কথা বন্ধ ছিল এই দুই তারকার। তবে পুরনো বিবাদ মিটিয়ে দিল ‘গদর ২’-এর সাফল্য।
গদর ২-এর সাকসেস পার্টিতে আরও ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা, জোয়া আখতার, রাজকুমার রাও, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর, অভিষেক বচ্চন, অনুপম খের, সুনীল শেঠি, রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি, বরুণ ধাওয়ান। দেওল পরিবার থেকে এসেছিলেন সানির ভাই ববি ও ধর্মেন্দ্র।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিজ্ঞাপন